• ঢাকা
  • সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

ঝড়-বৃষ্টির সময় এসি চালাচ্ছেন, বিপদ ডেকে আনছেন না তো?     


লাইফস্টাইল ডেস্ক জুন ২১, ২০২৫, ০৪:৫৩ পিএম
ঝড়-বৃষ্টির সময় এসি চালাচ্ছেন, বিপদ ডেকে আনছেন না তো?     

ঢাকা: টানা তাপদাহের পর বৃষ্টিতে কিছুটা স্বস্তি দিয়েছে জনজীবনে। তবে ঝড়বৃষ্টির সময় জানালা-দরজা বন্ধ রাখতে হয় বলে ঘর গুমোট হয়ে যায়, আর সে কারণেই অনেকেই এই সময় এসি চালাতে বাধ্য হন। কিন্তু প্রশ্ন হচ্ছে, ঝড়বৃষ্টির সময় এসি চালানো কি আদৌ নিরাপদ? হ্যাভকডটকমের প্রতিবেদনে বিশেষজ্ঞদের মতে, ঝড়বৃষ্টির সময় এসি চালানো ঝুঁকিপূর্ণ হতে পারে। কারণ এ সময় প্রকৃতিতে প্রচুর পরিমাণে বিদ্যুৎ চমকায়, যার পরিমাণ প্রায় ৫০০ কোটি জুল পর্যন্ত হতে পারে। এই তড়িৎ যদি এসির সার্কিটে প্রবেশ করে, তবে মেশিন মুহূর্তেই বিকল হয়ে যেতে পারে। 

সার্কিট ব্রেকার থাকলেও ঝুঁকি: অনেকেই ভাবেন, সার্কিট ব্রেকার থাকলে ঝুঁকি কমে যায়। কিন্তু বাস্তবে বিষয়টি অতটা সরল নয়। যদি বজ্রপাতের বিদ্যুৎ প্রবাহ অতিরিক্ত শক্তিশালী হয়, তাহলে সার্কিট ব্রেকার সক্রিয় হওয়ার আগেই এসি মেশিন ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনকি এটি শর্ট সার্কিটের মাধ্যমে প্রাণঘাতী দুর্ঘটনারও কারণ হতে পারে।

আর্থিং থাকলেও নিশ্চিন্ত নয়: বর্তমানে প্রায় সব বাড়ির বিদ্যুৎ সংযোগে গ্রাউন্ডিং বা আর্থিং থাকে, যা যন্ত্রপাতিকে বজ্রপাতের ক্ষতি থেকে রক্ষা করার উদ্দেশ্যে স্থাপন করা হয়। তবে সব সময় এই ব্যবস্থা কার্যকর থাকে না। আর্থিং থাকা সত্ত্বেও অনেক সময় দুর্ঘটনা ঘটে থাকতে দেখা গেছে।

নিরাপদ থাকার উপায়: বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, ঝড় শুরু হলে সঙ্গে সঙ্গে এসি বন্ধ করে দেওয়া উচিত। যদি প্রবল বৃষ্টি বা বজ্রপাত শুরু হয়, তবে কিছু সময়ের জন্য হলেও এসি ব্যবহার বন্ধ রাখা ভালো। বিশেষ করে যদি বাইরের ইউনিটে পানি প্রবেশ করে, তবে তা শর্ট সার্কিট বা অন্যান্য যান্ত্রিক সমস্যার সৃষ্টি করতে পারে। যদিও এমন ঘটনা খুব ঘন ঘন ঘটে না, তবে নিরাপত্তার দিক বিবেচনায় এটি সতর্কতার অংশ হওয়া উচিত।

ইউআর

Wordbridge School
Link copied!