ইন্তেকালের খবর শোনার পর মুমিনের জন্য সর্বোত্তম করণীয় হলো ধৈর্য ধারণ করা এবং মৃত ব্যক্তির মাগফিরাত কামনায় আল্লাহর দরবারে দোয়া করা। উচ্চস্বরে বিলাপ, আহাজারি কিংবা হতাশায় ভেঙে পড়ার পরিবর্তে দোয়াই মৃতের জন্য সবচেয়ে উপকারী আমল।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে মৃত সাহাবিদের জন্য দোয়া করেছেন এবং উম্মতকে সে দোয়া শিক্ষা দিয়েছেন। এসব দোয়ার মাধ্যমে মৃত ব্যক্তি কবরের আজাব, আখিরাতের কঠিন হিসাব থেকে রক্ষা পেতে পারে—ইনশাআল্লাহ।
সদ্য মৃত ব্যক্তির জন্য রাসুল (সা.)–এর বিশেষ দোয়া
মহানবী (সা.) এক শহীদ সাহাবির মরদেহের কাছে দাঁড়িয়ে যে দোয়া পড়েছিলেন তা হলো—
اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْفَعْ دَرَجَتَهُ فِي الْمَهْدِيِّينَ...
উচ্চারণ:
আল্লাহুম্মাগফির লাহু ওয়ারফা‘ দারাজাতাহু ফিল মাহদিয়্যীন…
অর্থ:
হে আল্লাহ! আপনি তাকে ক্ষমা করুন, হেদায়াতপ্রাপ্তদের মাঝে তার মর্যাদা উঁচু করুন। তার উত্তরাধিকারীদের মধ্যে তার প্রতিনিধি নিযুক্ত করুন। হে রাব্বুল আলামীন! আমাদেরকেও এবং তাকেও ক্ষমা করুন। তার কবর প্রশস্ত করুন এবং তা আলোকিত করে দিন।
(সহিহ মুসলিম)
মৃত্যুর সংবাদ শোনার সময় বা জানাজার আগে–পরে এ দোয়াটি পড়া সুন্নতসম্মত।
মৃত ব্যক্তির জন্য আরও কিছু সহিহ দোয়া
১. কবর ও জাহান্নামের আজাব থেকে রক্ষার দোয়া
اللَّهُمَّ إِنَّ فُلَانَ بْنَ فُلَانٍ فِي ذِمَّتِكَ...
অর্থ:
হে আল্লাহ! অমুক আপনার দায়িত্ব ও আশ্রয়ে রয়েছে। তাকে কবরের ফিতনা ও জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। তাকে ক্ষমা করুন ও দয়া করুন। নিশ্চয়ই আপনি পরম ক্ষমাশীল।
(মুসনাদে আহমদ)
২. জানাজার নামাজে পড়ার অন্যতম পূর্ণাঙ্গ দোয়া
اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَاعْفُ عَنْهُ...
অর্থ:
হে আল্লাহ! তাকে ক্ষমা করুন, দয়া করুন, নিরাপত্তা দিন। তার আতিথ্য সম্মানজনক করুন, তার কবর প্রশস্ত করুন। তাকে পাপ থেকে এমনভাবে পবিত্র করুন যেমন সাদা কাপড় ময়লা থেকে পরিষ্কার করা হয়। তাকে দুনিয়ার ঘরের চেয়ে উত্তম ঘর দান করুন এবং কবর ও আগুনের আজাব থেকে রক্ষা করুন।
(সহিহ মুসলিম)
৩. জীবিত ও মৃত সবার জন্য সামষ্টিক দোয়া
اللَّهُمَّ اغْفِرْ لِحَيِّنَا وَمَيِّتِنَا...
অর্থ:
হে আল্লাহ! আমাদের জীবিত ও মৃত, ছোট ও বড়, নারী ও পুরুষ, উপস্থিত ও অনুপস্থিত সবাইকে ক্ষমা করুন। যাকে জীবিত রাখবেন তাকে ইসলামের ওপর রাখুন এবং যাকে মৃত্যু দেবেন তাকে ঈমানের সঙ্গে মৃত্যু দিন। আমাদেরকে তার সওয়াব থেকে বঞ্চিত করবেন না।
(মুসনাদে আহমদ)
ইন্তেকালের পর মৃত ব্যক্তি নিজের আমল করার সুযোগ হারায়। তখন তার জন্য দোয়া, সদকা ও নেক আমলই সবচেয়ে বড় উপকারে আসে। তাই প্রিয়জন হারানোর শোককে দোয়ায় রূপান্তর করাই একজন মুমিনের প্রকৃত দায়িত্ব।
এম
আপনার মতামত লিখুন :