ঢাকা: ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম ফিফটি পেলেন মিরাজ। ইনিংসটা অবশ্য নিখুঁত নয়, জীবন পেয়েছেন তিনবার। খুব স্বাভাবিকভাবেই তার কাছে বড় ইনিংসের প্রত্যাশা তৈরি হয়েছে বাংলাদেশ দলের। ৭১ বলে ফিফটি ছুঁলেন মিরাজ।
আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ ওয়ানডেও ফিফটি পেয়েছিলেন মিরাজ। সেই ম্যাচেও অধিনায়ক ছিলেন তিনি। অধিনায়ক হিসেবে তাই ওয়ানডেতে টানা দুই ফিফটিতে অভিষেক হলো মিরাজের। বাংলাদেশের স্কোর ৩২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৮। ক্রিজে মিরাজের সঙ্গে আছেন আফিফ।
এর আগে আলজারি জোসেফের বলে শর্ট থার্ডম্যানে রোস্টন চেজের হাতে ক্যাচ দেন তানজিদ তামিম। ৬০ বলে ৬০ রান করে ফিরলেন তানজিদ। ৬টি চার মেরেছেন, সঙ্গে ৩টি দুর্দান্ত ছক্কা। ভাঙল তানজিদ-মিরাজের ৯৭ বলে ৭৯ রানের জুটি। ওয়েস্ট ইন্ডিয়ান খেলোয়াড়দের মুখে স্বস্তির হাসি।
এদিকে জোসেফের ওভারে ব্যাটের কানায় বল লাগিয়েও বেঁচে গিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ রিভিউ না নেওয়ায়। কিন্তু রোমারিও শেফার্ডের ওভারে আর বাঁচতে পারলেন না। উইকেটের পেছনে শাই হোপের ক্যাচ হয়ে ফিরলেন। ৭ বলে রান করেছেন মাত্র ২।
শুরুতে জোসেফের করা পঞ্চম ওভারের দ্বিতীয় ও পঞ্চম বলে দুটি চার মারলেন সৌম্য। একটা ফাইন লেগ, অন্যটা কাভার দিয়ে। মনে হচ্ছিল আজকের দিনটা তার হতে পারে। কিন্তু অফ স্টাম্পের বাইরের পঞ্চম বলেই উইকেটের পেছনে শাই হোপকে ক্যাচ দিয়ে ফিরলেন বাংলাদেশের বাঁহাতি ওপেনার। ১৮ বলে ১৯ রান করেছেন তিনটি চারে।
এআর
আপনার মতামত লিখুন :