• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক মাতৃভাষা পদক দেবে বাংলাদেশ


নিজস্ব প্রতিবেদক জুন ২৪, ২০১৯, ০৮:০৫ পিএম
আন্তর্জাতিক মাতৃভাষা পদক দেবে বাংলাদেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় তার কার্যালয়ে মন্ত্রিপরিষদ বৈঠকে সভাপতিত্ব করেন। (ছবি : পিআইডি)

ঢাকা : মাতৃভাষা সংরক্ষণ, পুনরুজ্জীবন, বিকাশ ও চর্চায় বিশেষ অবদানের জন্য আন্তর্জাতিক পদক দেবে বাংলাদেশ। এজন্য ‘আন্তর্জাতিক মাতৃভাষা পদক নীতিমালা, ২০১৯’ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (২৪ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে আইনের খসড়ার অনুমোদন দেওয়া হয়। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতি দু'বছরে এই পদক দেওয়া হবে। জাতীয় ক্ষেত্রে দুটি এবং আন্তর্জাতিক ক্ষেত্রে দুটি পুরস্কার দেওয়া হবে। জাতীয় ক্ষেত্রে পুরস্কারের মূল্যমান হবে চার লাখ টাকা এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ৫ হাজার ডলার। পৃথিবীর বিভিন্ন মাতৃভাষা সংরক্ষণ, পুনরুজ্জীবন, বিকাশ, চর্চা, প্রচার ও প্রসারের জন্য এই পুরস্কার দেওয়া হবে।

এই পদক দিতে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালকের নেতৃত্বে বাছাই কমিটি থাকবে। এ ছাড়া শিক্ষামন্ত্রীর নেতৃত্বে একটি মনোনয়ন কমিটি থাকবে বলেও মন্ত্রিপরিষদ সচিব জানান।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!