• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

‘রিজার্ভ চুরিতে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাও জড়িত’


বিশেষ প্রতিনিধি মে ৩০, ২০১৬, ০৩:৫০ পিএম
‘রিজার্ভ চুরিতে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাও জড়িত’

রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংক কর্মকতাদের সম্পৃক্ততা পাওয়া গেছে বলে জানিয়েছে সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি।

সোমবার (৩০ মে) দুপুরে অর্থ মন্ত্রণালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেয়ার পর সাংবাদিকদের এ কথা জানান ফরাসউদ্দিন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরও প্রতিবেদন জমার সময় উপস্থিত ছিলেন। তদন্ত কমিটির অন্য দুই সদস্য হলেন বুয়েটের কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব গকুল চাঁদ দাস।

ফরাসউদ্দিন বলেন, রিজার্ভ চুরির ঘটনায় কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের সম্পৃক্ততা পাওয়া গেছে। আমরা আমাদের রিপোর্ট দিয়েছি, এখন সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

তদন্ত প্রতিবেদন পাওয়ার পর অর্থমন্ত্রী জানান, প্রতিবেদন দ্রুত প্রকাশ করা হবে। তদন্ত কমিটির সুপারিশগুলোও বাস্তবায়ন হবে।

গত ফেব্রুয়ারিতে সুইফট মেসেজিং সিস্টেমের মাধ্যমে ভুয়া বার্তা পাঠিয়ে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে রক্ষিত বাংলাদেশের রিজার্ভের আট কোটি ১০ লাখ ডলার ফিলিপাইনে সরিয়ে নেয়া হয়, যাকে বিশ্বের অন্যতম বড় সাইবার চুরির ঘটনা বলা হচ্ছে। একইভাবে শ্রীলঙ্কায় ২ লাখ ডলার সরানো হলেও শেষ মুহূর্তে তা আটকানো হয়।

সোনালীনিউজ/ঢাকা/ জেডআরসি

Wordbridge School
Link copied!