• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নিরাপত্তার শঙ্কায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী মাসুদ


নারায়ণগঞ্জ প্রতিনিধি ডিসেম্বর ১৬, ২০২৫, ০৩:২০ পিএম
নিরাপত্তার শঙ্কায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী মাসুদ

ফাইল ছবি

নারায়ণগঞ্জ-৫ আসন থেকে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

মাসুদুজ্জামান মাসুদ জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে তিনি নিজে ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। পরিবার থেকেও তাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য চাপ দেওয়া হচ্ছিল। সব দিক বিবেচনা করেই তিনি প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, নির্বাচন ঘিরে নিরাপত্তা নিয়ে উদ্বেগ ক্রমেই বেড়েছে এবং পরিবারকে ঝুঁকির মধ্যে ফেলতে চান না। সে কারণেই দলীয় মনোনয়ন থাকা সত্ত্বেও ব্যক্তিগত ও পারিবারিক নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন।

মতবিনিময় সভায় তিনি দলের নেতাকর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নারায়ণগঞ্জের গণতান্ত্রিক আন্দোলনে ভবিষ্যতেও নিজের অবস্থান অব্যাহত থাকবে বলে জানান।
এসএইচ 
 

Wordbridge School
Link copied!