• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

আইনস্টাইনের এক চিঠির দাম ১০ কোটি টাকা


নিজস্ব প্রতিবেদক মে ২২, ২০২১, ০৬:০৫ পিএম
আইনস্টাইনের এক চিঠির দাম ১০ কোটি টাকা

ফাইল ফটো

ঢাকা: বিশ্বখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের হাতে লেখা একটি চিঠি প্রায় ১০ কোটি টাকায় বিক্রি হয়েছে। ওই চিঠিটি নিলামে উঠলে সাড়ে ৮ লাখ পাউন্ড বা ১২ লাখ ডালারে একজন কিনে নেয়। বাংলা টাকায় যা ৯ কোটি ৬০ লাখ টাকারও বেশি।

পদার্থবিজ্ঞানের সুপরিচিত সমীকরণ E=mc2 এর উল্লেখ থাকা ওই চিঠিটি যুক্তরাষ্ট্রে এক নিলামে অজ্ঞাত এক নথি সংগ্রাহক কিনে নিয়েছেন। খবর বিবিসির। 

১৯০৫ সালে এক বৈজ্ঞানিক নিবন্ধে আইনস্টাইনের লেখা এ সমীকরণটি প্রথম প্রকাশিত হয়। এতে আলোর গতি ও বস্তুর ভরের সঙ্গে শক্তির সম্পর্ক তুলে ধরা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, এর বাইরে আর তিনটি নথিতে আইনস্টাইনের হাতে লেখা E=mc2 পাওয়া গেছে। 

বোস্টনভিত্তিক নিলামকারী প্রতিষ্ঠান আরআর অকশন জানিয়েছে, পোলিশ-আমেরিকান পদার্থবিদ লুদভিগ সিলভারস্টেইনকে লেখা চিঠিটিই এখন পর্যন্ত কারো ব্যক্তিগত সংগ্রহ থেকে পাওয়া একমাত্র নথি, যেখানে আইনস্টাইন নিজের হাতে সমীকরণটি লিখেছিলেন। 

জার্মান ভাষায় লেখা এক পৃষ্ঠার এ চিঠিটিতে তারিখ দেওয়া আছে ২৬ অক্টোবর, ১৯৪৬।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!