• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়


সচিবালয় প্রতিবেদক জুন ১৪, ২০১৬, ০৩:১৮ পিএম
ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। আবহাওয়া জনিত কোনো কারণে সমস্যা দেখা দিলে এই ঈদ জামাত বায়তুল মোকাররমে সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।’

ধর্মমন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আব্দুল জলিল মঙ্গলবার সচিবালয়ে ‘ঈদ প্রস্তুতি’ নিয়ে আন্তমন্ত্রণালয়ের সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, আসন্ন পবিত্র ঈদুল ফিতর যাতে পুর্ন নিরাপত্তায় ধর্মীয় ভাবগাম্ভীর্য্যের সঙ্গে সবাই উদযান করতে পারি সেজন্য সব ধরণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রধান ঈদ জামাতের জন্য জাতীয় ঈদগাহকে প্রস্তুত করা হচ্ছে। নিরাপত্তার বিষয়টি প্রাধান্য দেয়া হয়েছে। এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সঙ্গে আমরা বৈঠক করবো।

তিনি বলেন, জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাত ছাড়াও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রতিবছরের মত এবারও পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৭টা থেকে শুরু হবে এসব ঈদ জামাত।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি/এমএইউ

Wordbridge School
Link copied!