• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নির্মাণ কাজ শেষ

অক্টোবরে খুলছে দক্ষিণাঞ্চলের পদ্মা সেতু


নিজস্ব প্রতিনিধি সেপ্টেম্বর ১৫, ২০২১, ০১:২২ পিএম
অক্টোবরে খুলছে দক্ষিণাঞ্চলের পদ্মা সেতু

ছবি : সংগৃহীত

ঢাকা : অক্টোবরে সকলের জন্য খুলে দেয়া হবে দক্ষিণাঞ্চলের পদ্মা সেতু হিসেবে পরিচিত পায়রা সেতু। এরই মধ্যে নির্মাণ কাজ শেষ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটি উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সড়ক প‌রিবহন ও সেতুমন্ত্রী ওবা‌য়দুল কা‌দের।

বুধবার (১৫ সেপ্টেম্বর) বরিশাল বিভাগের ১১টি সেতুর ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

ওবা‌য়দুল কা‌দের বলেন, নির্ধা‌রিত সম‌য়ের ম‌ধ্যে কাজ শেষ করার সংস্কৃ‌তি শুরু কর‌তে হ‌বে। কা‌জের মান ঠিক রে‌খে কা‌জগু‌লো গ‌তিসম্পন্ন কর‌তে হ‌বে। এরই মধ্যে পি‌রোজপু‌রের ‌বেকু‌টিয়া সেতুর ৭৫ শতাংশ কাজ শেষ হ‌য়ে‌ছে। পাশাপাশি নলুয়া-বা‌হেরচর সেতু এ‌কনে‌কে পাস হ‌য়ে‌ছে।

উদ্বোধন অনুষ্ঠা‌নে ব‌রিশাল প্রা‌ন্তে উপ‌স্থিত ছি‌লেন সড়ক ও জনপথ বিভা‌গের অতিরিক্ত প্রধান প্রকৌশলী তারেক ইকবাল, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মিন্টুরঞ্জন দেবনাথসহ অন্যরা।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!