• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শাহবাজ শরীফকে ১ টন আম পাঠালেন প্রধানমন্ত্রী


নিজস্ব প্রতিনিধি জুলাই ৪, ২০২২, ১০:২০ এএম
শাহবাজ শরীফকে ১ টন আম পাঠালেন প্রধানমন্ত্রী

ফাইল ছবি

ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে ১ টন আম উপহার পাঠিয়েছেন। শুভেচ্ছার নিদর্শনস্বরূপ বাংলাদেশের সরকার প্রধানের পক্ষ থেকে রোববার (৩ জুলাই) ওই উপহার পাঠানো হয় বলে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (৩ জুলাই) সন্ধ্যায় কাতার এয়ারওয়েজের নিয়মিত ফ্লাইটে (কার্গোতে) প্রধানমন্ত্রীর উপহারের আমগুলো কার্টনবন্দি করে পাঠানো হয়েছে। 

দোহা হয়ে সোমবার ভোরে তা ইসলামাবাদে পৌঁছাবে। ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে প্রধানমন্ত্রীর উপহারগুলো পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতরে হস্তান্তর করার কথা রয়েছে।

উল্লেখ্য, গত বছর তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য এক হাজার কেজি ‘হাঁড়িভাঙা’ আম পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারে কী জাতের আম পাঠানো হয়েছে তা এখনই প্রকাশ করতে চাননি কর্মকর্তারা। তবে তারা বলেছেন, দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্যের ১৪টি দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আম উপহার পাঠিয়েছেন।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!