সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে বুধবার (১৭ ডিসেম্বর) ভোররাতে একটি হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির ভূতত্ত্ব জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ০।
সংস্থার মুখপাত্র তারেক আবু আল-খলিল জানান, স্থানীয় সময় রাত ১টা ১১ মিনিটে এ ভূকম্পন রেকর্ড করা হয়। ভূপৃষ্ঠের প্রায় ৮ কিলোমিটার গভীরে এর উৎপত্তিস্থল নির্ধারণ করা হয়েছে। তবে কম মাত্রার হওয়ায় এতে কোনো ধরনের প্রাণহানি বা অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভূতত্ত্ব জরিপ সংস্থার পক্ষ থেকে আরও জানানো হয়, ইরানের জাগরোস পর্বতমালায় আরব ও ইউরোপীয় টেকটোনিক প্লেটের মধ্যে সৃষ্ট চাপের প্রভাবেই সৌদি আরবের পূর্বাঞ্চলে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। ওই অঞ্চলের নিচে থাকা কিছু ফল্ট লাইন পুনরায় সক্রিয় হওয়ার কারণেই সময় সময় এমন ভূকম্পন ঘটে থাকে বলে মন্তব্য করেন সংস্থার মুখপাত্র।
এদিকে ভূমিকম্পের পাশাপাশি প্রতিকূল আবহাওয়ার কারণে সৌদির পূর্বাঞ্চলীয় প্রদেশে রেড অ্যালার্ট জারি রয়েছে। খারাপ আবহাওয়ার প্রভাবে আজ বুধবার পর্যন্ত টানা তৃতীয় দিনের মতো প্রদেশটিতে স্বশরীরে সব ধরনের শিক্ষা কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।
সূত্র: সৌদি গ্যাজেট
এম







































