• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ওসমান হাদির অবস্থা আরও সংকটাপন্ন


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১৭, ২০২৫, ১১:০১ পিএম
ওসমান হাদির অবস্থা আরও সংকটাপন্ন

সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

আজ সন্ধ্যায় সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান হাসপাতালে গিয়ে শরিফ ওসমান হাদিকে দেখেন। এ সময় তিনি হাদির চিকিৎসা পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

পরে রাত ৯টা ৪০ মিনিটে ড. ভিভিয়ান বালাকৃষ্ণান বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ফোন করে হাদির সর্বশেষ শারীরিক অবস্থার কথা জানান। ফোনালাপে তিনি বলেন, শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এবং তাঁকে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এ বিষয়ে দেশবাসীকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি শরিফ ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া ও প্রার্থনা কামনা করেন।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে সাহসী ভূমিকার কারণে শরিফ ওসমান হাদি দেশজুড়ে পরিচিত মুখ। তাঁর অসুস্থতার খবরে রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।

এসএইচ

 

Wordbridge School
Link copied!