• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

পদত্যাগ করা মন্ত্রীদের শূন্য পদে দায়িত্ব পেলেন যারা


নিজস্ব প্রতিবেদক  নভেম্বর ২৯, ২০২৩, ০৬:০৯ পিএম
পদত্যাগ করা মন্ত্রীদের শূন্য পদে দায়িত্ব পেলেন যারা

ঢাকা: পদত্যাগ করা টেকনোক্র্যাট (যারা সংসদ সদস্য নন) মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তরের দায়িত্ব বণ্টন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার (২৯ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন জানান, স্থপতি ইয়াফেস ওসমানের ছেড়ে দেওয়া বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় নিজের কাছে রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোস্তাফা জব্বারের দায়িত্বে থাকা ডাক ও টেলিযোগাযোগের বিভাগ সামলাবেন জুনাইদ আহমেদ পলক। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী হিসেবে বাড়তি দায়িত্ব পালন করবেন তিনি। অন্যদিকে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর (ড. শামসুল আলম) পদ শূন্য হলেও ওই মন্ত্রণালয়ে যেহেতু পূর্ণ মন্ত্রী আছেন, তাই সেখানে নতুন কাউকে দায়িত্ব দেওয়া হবে না।

এর আগে গত ১৯ নভেম্বর মন্ত্রিসভার ৩ টেকনোক্র্যাট মন্ত্রী ও প্রতিমন্ত্রী মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দেন। পাশাপাশি প্রধানমন্ত্রীর ৩ উপদেষ্টাও পদত্যাগপত্র জমা দিয়েছেন। তারা হলেন- প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী।

এমএস

Wordbridge School
Link copied!