ঢাকা: নোবেলজয়ী ড. ইউনূস শ্রম আইন লঙ্ঘন করায় দণ্ডিত হয়েছেন। এখানে সরকারের কিছু করার নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (৮ জানুয়ারি) বিকেলে গণভবনে এক বিদেশি সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের সঙ্গে এদিন মতবিনিময় করেন সরকারপ্রধান।
ড. ইউনূসের সাজা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, শ্রম আইনের মামলায় ড. ইউনূসের সাজা হয়েছে। নিজ প্রতিষ্ঠানের কর্মীরা তার বিরুদ্ধে মামলা করেছেন। এখানে সরকারের করার কিছু নেই।
প্রসঙ্গত, গত ১ জানুয়ারি শ্রম আইন লঙ্ঘনের মামলায় শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের তিন শীর্ষ কর্মকর্তাকে ছয় মাস করে কারাদণ্ড দেন আদালত।
‘এ বিজয় আমার নয়, জনগণের’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা চতুর্থবারের মতো বিপুল ভোটে বিজয়ী হওয়ায় দেশবাসীকে শুভেচ্ছা জানান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটাকে জনগণের বিজয় আখ্যায়িত করে তিনি বলেন, ‘মানুষের ভোটাধিকার নিশ্চিত করাই আমার লক্ষ্য। এবারের নির্বাচনে নিজেদের প্রার্থী মনোনয়ন করার পাশাপাশি সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি। মানুষের স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। এ বিজয় জনগণের বিজয়।’
শেখ হাসিনা বলেন, ‘আটবার নির্বাচন করেছি। এবার জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। বাংলাদেশের ৮০% মানুষ দরিদ্র ছিল। বঙ্গবন্ধুর লক্ষ্য ছিল দেশের মানুষ উন্নত জীবনের অধিকারী হবে। বাবা যে আদর্শ নিয়ে কাজ করেছেন, আমাকে সেই কাজ সম্পন্ন করতে হবে।’
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘একটি দল নির্বাচন বর্জন করেছে। মিলিটারি ডিক্টেটর থেকে যে দল সৃষ্টি তারা নির্বাচন ভয় পায়, কারণ তাদের জনসমর্থন থাকে না।’
বিদেশি বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের বাংলাদেশে আসার জন্য তিনি নিজের, পরিবার ও দেশের মানুষের পক্ষ থেকে ধন্যবাদ জানান। বলেন, ‘আপনারা নিজ নিজ দেশে ফিরে যাবেন, আমাদের দেশের কথা বলবেন। আমাদের দেশটা অনেক সুন্দর।’
শেখ হাসিনা বলেন, তিনি সবসময় চেষ্টা করেছেন নির্বাচন সুষ্ঠু করার। সেভাবেই নির্বাচনের সকল প্রক্রিয়া সংস্কার করেছেন। নির্বাচন কমিশন আইন করা, ইসিকে সাবলম্বী করাসহ যাবতীয় ব্যবস্থা নিয়েছেন ক্ষমতায় আসার পর।
এমএস







































