• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পাথরঘাটায় ৬ কোটি টাকার নিষিদ্ধ চরঘেরা ও হাঙ্গর জব্দ


পাথরঘাটা প্রতিনিধি মার্চ ২৯, ২০২৪, ১০:২৫ এএম
পাথরঘাটায় ৬ কোটি টাকার নিষিদ্ধ চরঘেরা ও হাঙ্গর জব্দ

পাথরঘাটা: মাহমুদুর রহমান রনি (বরগুনা):-বরগুনার পাথরঘাটায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কোস্ট গার্ড প্রায় ৬ কোটি টাকার হাঙ্গর ও অবৈধ জাল জব্দ করেছে। বৃহস্পতিবার (২৮ মার্চ)  সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বলেশ্বর ও বিষখালী নদীর পাথরঘাটা লঞ্চঘাট, তালতলা, চরদুয়ানি, টেংরা, হাজির খাল, রুহিতা, পদ্মা ও তৎসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় ১ হাজার কেজি হাঙ্গর, নিষিদ্ধ চরঘেরা ৩ লাখ ৫০ হাজার মিটার ও ৪ পিস বেহন্দি জাল জব্দ করে।

জব্দকৃত আলামতের আনুমানিক বাজার মূল্য ৫ কোটি ৭২ লাখ টাকা। অভিযান কালে হাঙ্গর শীকারী ও অবৈধ জাল ব্যবহারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।  ঘটনাস্থল থেকে কাউকে আটক করতে পারেনি কোস্ট গার্ড।

পাথরঘাটা কন্টিনজেন্ট কমান্ডার এম জাহিদুল ইসলাম বলেন, জব্দকৃত হাঙ্গর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত অবৈধ জাল পাথরঘাটা মেরিন ফিশারিজ অফিসার মোঃ রিয়াজ হোসেনের সাথে সমন্বয় করে আগুনে পুড়িয়ে ধ্বংস কর হয়েছে।

এমএস

Wordbridge School
Link copied!