• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ঢাকায় মার্কিন দূতাবাসের কনস্যুলার সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১৩, ২০২৪, ০৫:২৩ পিএম
ঢাকায় মার্কিন দূতাবাসের কনস্যুলার সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

ঢাকা: পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মার্কিন দূতাবাসের বর্তমানে রুটিন কনস্যুলার পরিষেবা বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে ঢাকায় মার্কিন দূতাবাসের ফেসবুক পেজ থেকে এই ঘোষণা দেওয়া হয়।

ফেসবুকে মার্কিন দূতাবাস জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মার্কিন দূতাবাসের বর্তমান নিয়মিত কনস্যুলার সেবা বন্ধ আছে। যদি কারো আসন্ন ভিসা অ্যাপয়েন্টমেন্ট থাকে তাহলে কনস্যুলার সেকশনে নিয়মিত পরিষেবা ফের চালুর জন্য অপেক্ষা করতে হবে।

একই সঙ্গে দ্রুত অ্যাপয়েন্টমেন্টের নেওয়ার জন্য তাদের ওয়েব ঠিকানায় আবেদন করার পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস। এছাড়া সেবাপ্রত্যাশীদের কোনও বিষয়ে প্রশ্ন থাকলে দূতাবাসের ই-মেইল ঠিকানায় মেইল করারও পরামর্শ দেওয়া হয়েছে।

আইএ

Wordbridge School
Link copied!