• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মার্কেটের পাশের রাস্তা এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির


নিজস্ব প্রতিবেদক:  মার্চ ১৭, ২০২৫, ০৮:২৬ পিএম
মার্কেটের পাশের রাস্তা এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির

ঢাকা: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন মার্কেট ও শপিংমলগুলোতে জমে উঠেছে কেনাকাটা। প্রতিদিন মার্কেটগুলোতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। তাই নগরবাসীর ঈদ কেনাকাটা সুগম করতে কেনাকাটা ব্যতীত অন্যান্য যানবাহনগুলোকে আগামী শুক্রবার (২১ মার্চ) ও শনিবার (২২ মার্চ) এবং ২৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত বিভিন্ন মার্কেট সংলগ্ন রাস্তা পরিহার করে বিকল্প পথে চলাচলের জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (১৭ মার্চ) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়। পাশাপাশি গণবিজ্ঞপ্তিতে যানবাহন চলাচলের জন্য বিকল্প ডাইভারসনের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, ঢাকা মহানগরবাসীর ঈদ কেনাকাটা সুগম করার জন্য কেনাকাটা ব্যতীত অন্যান্য যানবাহনগুলোকে আগামী ২১ ও ২২ মার্চ এবং ২৬ মার্চ থেকে ঈদের পূর্ব দিন পর্যন্ত প্রতিদিন দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত বিভিন্ন মার্কেট সংলগ্ন রাস্তা যথাসম্ভব পরিহার করে বিকল্প পথে চলাচলের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

নিউমার্কেট ক্রসিং থেকে সাইন্সল্যাব ক্রসিং পর্যন্ত মিরপুর রোডের উভয় পাশে রিকশা চলাচলের জন্য আলাদা লেন (যে লেন দিয়ে কমপক্ষে তিনটি রিকশা পাশাপাশি চলতে পারবে) তৈরি করা হচ্ছে। সব রিকশাচালক ও যাত্রীদের ওই লেনে চলাচল করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

এতে আরও বলা হয়, ঈদ উপলক্ষে রাজধানীর বিভিন্ন মার্কেটকেন্দ্রিক কেনাকাটার জন্য বিপুল জনসমাগম হচ্ছে। বিভিন্ন মার্কেটে ঈদ কেনাকাটায় আগত জনসাধারণ এবং মার্কেট এলাকা দিয়ে চলাচলকারী যানবাহনের সুবিধার্থে নিম্নোক্ত ক্রসিংগুলোতে আগামী ২১ ও ২২ মার্চ এবং ২৬ মার্চ থেকে ঈদের পূর্বদিন পর্যন্ত প্রতিদিন দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায়/সড়কে যানবাহনের চাপ বেশি হলে ওই এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণের জন্য তথা মহানগরের অন্যান্য রাস্তা চলমান রাখার জন্য প্রয়োজনবোধে মাঝে মাঝে নিম্নরূপ ডাইভারসন দেওয়া হবে-

* সোনারগাঁও ক্রসিং থেকে পান্থপথ (বীর উত্তম কাজী নুরুজ্জামান সড়ক) হয়ে পান্থপথ এলাকা/নিউমার্কেট এলাকা/ধানমন্ডি/মোহাম্মদপুর/ঝিগাতলা/মিরপুরগামী যানবাহানগুলোকে ফার্মগেট বা শাহবাগের দিকে ডাইভারসন দেওয়া হবে।

* পান্থপথ গ্রিনরোড ক্রসিং থেকে সোনারগাঁও ক্রসিংগামী যানবাহনগুলোকে (পান্থপথে ইউটার্নকারী যানবাহনসহ) গ্রিনরোডে/রাসেল স্কয়ার বা ফার্মগেটের দিকে ডাইভারসন দেওয়া হবে।

* মিরপুর রোড ও ধানমন্ডি থেকে আগত সাইন্সল্যাব ইন্টারসেকশন হয়ে নিউমার্কেটগামী যানবাহনগুলোকে (সিটি বাস ব্যতীত) সাইন্সল্যাব ক্রসিং থেকে বামে মোড় নিয়ে এলিফ্যান্ট রোড বা কাঁটাবন রোড বা পলাশী ক্রসিং হয়ে চলাচলের জন্য ডাইভারসন দেওয়া হবে।

* নিউমার্কেট ক্রসিংয়ে নিউমার্কেটের সামনে দিয়ে মিরপুর সড়কগামী যানবাহনগুলোকে (সিটি বাস ব্যতীত) নিউমার্কেট ক্রসিং থেকে নীলক্ষেত ক্রসিং বা আজিমপুর ক্রসিং বা নিউমার্কেট-পিলখানা সড়কের দিকে ডাইভারসন দেওয়া হবে।

আগামী ২১ ও ২২ মার্চ এবং ২৬ মার্চ থেকে ঈদের পূর্বদিন পর্যন্ত উপরিউক্ত ডাইভারসন পান্থপথ (বীর উত্তম কাজী নুরুজ্জামান সড়ক) এবং নিউমার্কেট এলাকায় যানবাহনের চাপ বিবেচনা করে মহানগরের অন্যান্য রাস্তা চলমান রাখার জন্য প্রয়োজনবোধে মাঝে মাঝে বলবৎ করা হবে।  

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পান্থপথ এবং মিরপুর রোডে নিউমার্কেটের সামনে দিয়ে চলাচলকারী যানবাহনগুলোকে উপর্যুক্ত স্বল্পসময়ের ডাইভারসন এবং মিরপুর রোডের নিউমার্কেট এলাকায় রিকশাচালকদের লেন মেনে চলাচল করার জন্য অনুরোধ করা হলো। এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

আইএ

Wordbridge School
Link copied!