• ঢাকা
  • শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

ডাক বিভাগের পোস্টম্যানরা পেলেন ই-বাইক


নিজস্ব প্রতিবেদক:  এপ্রিল ১৫, ২০২৫, ০৩:৫৩ পিএম
ডাক বিভাগের পোস্টম্যানরা পেলেন ই-বাইক

ঢাকা: ডাক বিভাগের বিলি ব্যবস্থাপনায় গতি আনতে পোস্টম্যানদের জন্য আমদানিকৃত ই-বাইক হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে রাজধানীর জিপিওতে প্রাথমিকভাবে ৫০টি বাইক হস্তান্তর করা হয়।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ফয়েজ আহমদ তৈয়্যব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোস্টম্যানদের কাছে ই-বাইকের চাবি হস্তান্তর করেন। 

এ সময় তিনি বলেন, আমাদের লক্ষ্য সংস্কারের মধ্য দিয়ে ডাক বিভাগকে রিফর্ম করা। ডাকের যে সেবাগুলো সেগুলো মানুষের কাছে আরও কীভাবে সহজভাবে পৌঁছে দেওয়া যায়, পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যেসব প্রতিবন্ধকতা সেগুলো দূর করার এবং নতুন কিছু করার উদ্যোগ নিয়ে ডাকবিভাগের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে জানানো হয়, পরিবেশবান্ধব এসব বাইক ডাকবিভাগের বিলি ব্যবস্থাপনায় গতি আনবে।  

অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. মুশফিকুর রহমান, ডাক অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) এস এম শাহাব উদ্দীন উপস্থিত ছিলেন।

আইএ

Wordbridge School
Link copied!