• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জুন থেকে চীনে আম রপ্তানি শুরু হচ্ছে


নিজস্ব প্রতিবেদক মে ১৯, ২০২৫, ০১:৫১ পিএম
জুন থেকে চীনে আম রপ্তানি শুরু হচ্ছে

ফাইল ছবি

ঢাকা: চীনে আম রপ্তানি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে একটি বাণিজ্য চুক্তি সইয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সোমবার (১৯ মে) ঢাকার চীনা দূতাবাস জানায়, ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের ওই বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাতে আম রপ্তানির বিষয়টি আলোচনায় উঠে আসে।

বাংলাদেশ থেকে চীনে আম রপ্তানির বিষয়ে ইতোমধ্যে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) সই হয়েছে।

গত মাসে চীনের রাষ্ট্রদূত চাঁপাইনবাবগঞ্জের নাচোল এলাকায় গিয়ে একটি আম বাগান পরিদর্শন করেন।

সব কিছু ঠিক থাকলে আগামী মাসেই বাংলাদেশ থেকে চীনে আম রপ্তানি শুরু হবে।

দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সাধারণ বিষয়গুলো নিয়েও মতবিনিময় করেছেন ইয়াও ওয়েন ও মো. জসীম উদ্দিন।

এসআই

Wordbridge School
Link copied!