• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

হাদির ওপর হামলা দেশের গণতন্ত্রের ওপর আঘাত: ড. ইউনূস


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১৬, ২০২৫, ০৬:৩৮ পিএম
হাদির ওপর হামলা দেশের গণতন্ত্রের ওপর আঘাত: ড. ইউনূস

ছবি: সংগৃহীত

মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর সম্প্রতি যে হামলার ঘটনা ঘটেছে, তা শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়, এটি বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত এবং আমাদের গণতান্ত্রিক পথচলার ওপর আঘাত।

তিনি জানান, শরিফ ওসমান হাদি বর্তমানে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। তার চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে। ইতোমধ্যে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। দেশবাসীর প্রতি তিনি আহ্বান জানান, মহান আল্লাহর কাছে তার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করুন।

প্রধান উপদেষ্টা বলেন, সরকার এই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করেছে। যারা এই ষড়যন্ত্রে যুক্ত, তারা যেখানেই থাকুক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন, পরাজিত শক্তি ফ্যাসিস্ট টেরোরিস্টদের এই অপচেষ্টা ব্যর্থ হবে। ভয় দেখানো, সন্ত্রাস বা রক্ত ঝরিয়ে কেউ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা থামাতে পারবে না।

অধ্যাপক ইউনূস নাগরিকদের প্রতি আহ্বান জানান সংযম বজায় রাখতে এবং অপপ্রচার ও গুজবে কান না দিতে। তিনি বলেন, ফ্যাসিস্ট টেরোরিস্টরা যারা অস্থিরতা সৃষ্টি করতে চায়, তাদের মোকাবিলা করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পরাজিত ফ্যাসিস্ট শক্তি আর কখনো দেশের মাটিতে ফিরে আসতে পারবে না।

এসএইচ 
 

Wordbridge School
Link copied!