ফাইল ছবি
বিএনপি তারেক রহমানের আগামী স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ১ মিনিটের ‘রিল মেকিং’ প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দিয়েছে। জাতীয় পর্যায়ে নির্বাচিত ১০ জন বিজয়ী সরাসরি তারেক রহমানের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন।
আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) গুলশানে বিএনপির নতুন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই প্রতিযোগিতার ঘোষণা দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন। তিনি জানান, প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা ১৬ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত ভিডিও জমা দিতে পারবেন।
বিএনপি আশা করছে, এই প্রতিযোগিতার মাধ্যমে দেশজুড়ে দলের নেতা ও কর্মীদের সঙ্গে জনগণের সরাসরি সংযোগ আরও বৃদ্ধি পাবে। প্রতিযোগিতার মাধ্যমে অংশগ্রহণকারীরা তাদের সৃজনশীলতা, উদ্দীপনা ও রাজনৈতিক ভাবনা প্রকাশের সুযোগ পাবেন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, এর মাধ্যমে বিএনপি তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের বিষয়টি ব্যাপকভাবে প্রচার করতে চাইছে এবং নতুন প্রজন্মের মধ্যে দলের উপস্থিতি আরও দৃঢ় করার উদ্যোগ নিচ্ছে।
এসএইচ







































