• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়


নিজস্ব প্রতিবেদক মে ২৯, ২০২৫, ১০:১৫ এএম
১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ফাইল ছবি

ঢাকা: গ্যাস পাইপলাইন জরুরি কাজের জন্য বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ১১ ঘণ্টা নারায়ণগঞ্জের কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (২৮ মে) এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার ডিএনডি খাল খনন প্রকল্পের আওতায় জরুরি ভিত্তিতে গ্যাস পাইপলাইন স্থানান্তরের কাজ চলবে। যার জন্য বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত নারায়ণগঞ্জের ভুইগড় উত্তরপাড়া, দেলপাড়া, নুরবাগ, শাহী মহল্লা, চিতাশাল, বউবাজার ও পাগলা এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এই সময়টিতে সব শ্রেণির গ্রাহক গ্যাস সুবিধা থেকে বঞ্চিত হবেন।

সে সঙ্গে আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানিয়েছে তিতাস। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আগাম দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এসআই

Wordbridge School
Link copied!