• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

প্রধান উপদেষ্টা

শুধুমাত্র একটি নির্দিষ্ট দল ডিসেম্বরে নির্বাচন চায়


নিজস্ব প্রতিবেদক মে ৩০, ২০২৫, ০৯:৫৯ এএম
শুধুমাত্র একটি নির্দিষ্ট দল ডিসেম্বরে নির্বাচন চায়

ঢাকা: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘দেশের সব রাজনৈতিক দল নয়, শুধুমাত্র একটি নির্দিষ্ট দল ডিসেম্বরেই জাতীয় নির্বাচন চায়।’

জাপানে অনুষ্ঠিত ‘নিক্কেই ফোরাম: ফিউচার অব এশিয়া’ শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনের বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রশ্ন করা হলে তিনি এ মন্তব্য করেন।

ঢাকায় রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি এবং বেশ কয়েকটি বেসরকারি চ্যানেল প্রধান উপদেষ্টার এ বক্তব্য সম্প্রচার করেছে।

নির্বাচন কবে নাগাদ হতে পারে প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, জাতীয় নির্বাচন ২০২৫ সালের জুনের মধ্যেই অনুষ্ঠিত হবে; তবে সেটা চলতি বছরের ডিসেম্বরেও হতে পারে। তবে নির্বাচন কবে হবে, তা অনেকটাই নির্ভর করছে কাঙ্ক্ষিত সংস্কার কতটা বাস্তবায়িত হয়েছে তার ওপর।

এ সময় তিনি বলেন, ‘যারা ডিসেম্বরেই নির্বাচন চাচ্ছে, তারা আসলে সব রাজনৈতিক দল নয়—শুধু একটি নির্দিষ্ট দল এই দাবি করছে।’

সংস্কার, বিচার এবং নির্বাচন — এই তিনটি লক্ষ্য নিয়েই অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানান ড. ইউনূস।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা যদি দেশ ও প্রতিষ্ঠানগুলোকে আগের অবস্থায় ফিরিয়ে দিয়ে যেতে চাই, তাহলে ডিসেম্বরেই নির্বাচন সম্ভব। আবার আমরা যদি কিছু সংস্কার করি এবং বাকি সংস্কারের জন্য অপেক্ষা করতে চাই, তবু ডিসেম্বরেই নির্বাচন করা যেতে পারে। কিন্তু যদি আমরা একটি ভালো সংস্কার কাঠামো গড়তে চাই, তাহলে আরও ছয় মাস সময় নিতে হতে পারে।’

আইএ

Wordbridge School
Link copied!