• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জ্বালানি তেলের সাথে বাস ভাড়া কমানোর দাবি


নিজস্ব প্রতিবেদক:  জুন ১, ২০২৫, ০৫:০৬ পিএম
জ্বালানি তেলের সাথে বাস ভাড়া কমানোর দাবি

ঢাকা : বর্তমান সরকারের সময়ে কয়েক দফা জ্বালানি তেলের দাম কমলেও কমেনি গণপরিবহণের ভাড়া। এবার জ্বালানি তেলের দাম কমানোর সংখ্যানুপাতে বাস ও গণপরিবহনের ভাড়া কমানোর দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

রোববার (১ জুন) বিকালে সংগঠনের নবনির্বাচিত কার্যকরী কমিটির চেয়ারম্যান ড. মোহাম্মদ জকরিয়া ও মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি জানান। 

বিবৃতিতে বলা হয়েছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এখন নিম্নমুখী তাই দেশের বাজারে প্রতিমাসেই জ্বালানি তেলের দাম কমছে। সরকার কখনও ১ টাকা কখনও ৩ টাকা হারে মূল্য কমানোর কারণে বাসের ভাড়া কমানোর ক্ষেত্রে গড়িমসি করায় দেশের সাধারণ মানুষ জ্বালানি তেলের মূল্য কমানোর সুফল থেকে বঞ্চিত হচ্ছে। 

অন্যদিকে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সাথে সাথে সরকার বাস ভাড়া বাড়ানোর তোয়াক্কা না করেই বাস মালিকেরা ভাড়া বাড়িয়ে দেন। ভাড়া কমানোর ক্ষেত্রে তারা নানান অজুহাত খুঁজতে থাকেন। ফলে দেশের গণপরিবহনে সরকারের বেঁধে দেওয়া ভাড়া আর মাঠে আদায়কৃত বাস ভাড়ায় বিরাট ফারাক গড়ে উঠেছে। এ ছাড়া, সরকারের বাস নির্ধারণ কমিটিতে যাত্রী সাধারণের কোন প্রতিনিধিত্ব না রাখায় দেশের যাত্রী সাধারণ এই ক্ষেত্রে অন্ধকারে থাকেন। 

বিবৃতিতে বাস ও অন্যান্য গণ পরিবহনের ভাড়া নির্ধারণে মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি যাত্রী কল্যাণ সমিতির প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানান। একই সাথে বাস ও অন্যান্য গণপরিবহনের ভাড়া বাড়ানো ও কমানোর পূর্ণাঙ্গ তালিকা সচ্ছতার স্বার্থে বাস মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের পাশাপাশি যাত্রী কল্যাণ সমিতিকেও প্রদানের দাবি জানান।

পিএস

Wordbridge School
Link copied!