• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ডিএসসিসি বোর্ডের মেয়াদ শেষ হচ্ছে আজ, অনিশ্চয়তায় ইশরাকের শপথ


নিজস্ব প্রতিবেদক:  জুন ২, ২০২৫, ১২:১১ পিএম
ডিএসসিসি বোর্ডের মেয়াদ শেষ হচ্ছে আজ, অনিশ্চয়তায় ইশরাকের শপথ

ঢাকা : আর মাত্র কয়েক ঘণ্টা পর শেষ হয়ে যাবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বর্তমান বোর্ডের পাঁচ বছরের মেয়াদ। আইন অনুযায়ী মেয়রের পাঁচ বছর মেয়াদ গণনা করা হয় প্রথম সাধারণ সভার দিন থেকে। ২০২০ সালের এই দিনে (০২ জুন) ডিএসসিসির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সেই হিসেবে আজই শেষ হচ্ছে ডিএসসিসির মেয়র পদের মেয়াদ।

ডিএসসিসির মেয়র পদের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বিএনপি মনোনীত বৈধ ঘোষিত মেয়রপ্রার্থী ইশরাক হোসেনের শপথ নিয়ে নতুন করে তৈরি হয়েছে আইনি ও প্রশাসনিক অনিশ্চয়তা।

২০০৯ সালের স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনের ৪৯(১) ধারায় বলা হয়েছে, নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের প্রথম সভার দিন থেকে পাঁচ বছরের মেয়াদ কার্যকর হয়। ডিএসসিসির নির্বাচিত বোর্ডের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয় ২০২০ সালের ২ জুন। সেই হিসেবে বোর্ডের কার্যকাল আজ শেষ হচ্ছে।

আইনের ১৬ ধারায় বলা হয়েছে, মেয়রের পদ আকস্মিকভাবে শূন্য হলে ৯০ দিনের মধ্যে নির্বাচন করে নতুন ব্যক্তি বাকি সময়টুকু দায়িত্ব পালন করবেন। তবে যেহেতু পুরো মেয়াদই শেষ হয়ে যাচ্ছে, এই ধারা আর কার্যকর নয়।

অন্যদিকে, আইনের ২৫(১) ধারায় বলা আছে, ‘অবস্থা বিশেষে’ সরকারের অনুমোদনে করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া যেতে পারে। এই প্রশাসক হতে পারেন প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত কোনো কর্মকর্তা কিংবা অন্য উপযুক্ত ব্যক্তি।

তবে ভিন্ন মত দিচ্ছেন ইশরাক হোসেনের আইনজীবী ও সাবেক আইনমন্ত্রী এ এম মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেন, ‘‘আইনে ‘বিশেষ পরিস্থিতি’র ধারা রয়েছে। যেহেতু নতুন নির্বাচন হয়নি এবং আপিল বিভাগ ইশরাককে বৈধ ঘোষণা করেছে, সেহেতু তিনি আদালতের আদেশের ভিত্তিতে শপথ নিতে পারেন।’’ 

ইসির সচিব মো. আখতার আহমেদ বলেন, ‘‘আমরা এখনো আদালতের পূর্ণ রায় হাতে পাইনি। নির্দেশনা এলে সে অনুযায়ী ব্যবস্থা নেব।’’ 

ডিএসসিসির ২০২০ সালের বিতর্কিত নির্বাচনের ফলাফল নিয়ে বিএনপি প্রার্থী ইশরাক হোসেনের দায়ের করা মামলার প্রায় পাঁচ বছর পর নিষ্পত্তি হয়েছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের রায় বহাল রেখেছে। ফলে আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে অপসারণ করে ইশরাক হোসেনকে বৈধ মেয়র হিসেবে ঘোষণা করা হয়।

পিএস

Wordbridge School
Link copied!