• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ডিসেম্বর থেকে জুনের যেকোনো সময় নির্বাচন


নিজস্ব প্রতিবেদক জুন ২, ২০২৫, ০৬:২৫ পিএম
ডিসেম্বর থেকে জুনের যেকোনো সময় নির্বাচন

ঢাকা: রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার আলোচনার পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ডিসেম্বর থেকে জুন-যেকোনো সময় ত্রয়োদশ জাতীয় নির্বাচন হতে পারে।

সোমবার (২ জুন) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ আলোচনা হয়।

আলোচনার সূচনা করেন কমিশনের প্রধান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

রাষ্ট্রীয় সংস্কারের বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিদ্যমান মতানৈক্য দূর করে একটি সর্বসম্মত কাঠামো তৈরি করার লক্ষ্যে এ আলোচনা হয়েছে।

সভার পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব বাইরে বেরিয়ে সাংবাদিকদের বলেন, ড. ইউনূস বারবার বিভিন্ন জায়গায় বলেছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। সেটা ডিসেম্বরে হতে পারে, জানুয়ারিতে হতে পারে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে বা জুনে হতে পারে। তবে ৩০ জুনের পরে হবে না।

কমিশনের সভায় সব দলের উপস্থিতির জন্য তাদের প্রধান উপদেষ্টা ধন্যবাদ জানিয়েছেন উল্লেখ করে শফিকুল আলম বলেন, জাতীয় স্বার্থে সবাই একসঙ্গে আলোচনায় বসায় রাজনৈতিক দলকেগুলোকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা। আগে তাদের মধ্যে কিছু বিষয়ে মতবিভেদ দেখা দিয়েছিল। দ্বিতীয় পর্বের আলোচনার উদ্দেশ্যই হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি করা।

এর আগে ১৫ ফেব্রুয়ারি থেকে ১৯ মে পর্যন্ত প্রথম দফার সংলাপে মোট ৩৩টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে কমিশন। প্রথম দফার আলোচনায় অংশগ্রহণকারী দলগুলো নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করার বিষয়ে একমত প্রকাশ করলেও এই ব্যবস্থার কাঠামো, মেয়াদ এবং প্রধান উপদেষ্টা নিয়োগের পদ্ধতি নিয়ে মতপার্থক্য থেকে যায়। সেই মতানৈক্য নিরসনের আশায়ই দ্বিতীয় দফার আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে।

আইএ

Wordbridge School
Link copied!