• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আজ বিআরটিসির ‘ঈদ স্পেশাল সার্ভিস’ উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক:  জুন ৪, ২০২৫, ০৮:১৬ এএম
আজ বিআরটিসির ‘ঈদ স্পেশাল সার্ভিস’ উদ্বোধন

ঢাকা : ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখী মানুষের জন্য ‘ঈদ স্পেশাল সার্ভিস’ চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। 

বুধবার (৪ জুন) সকাল ৯টায় রাজধানীর মতিঝিল আন্তর্জাতিক বাস ডিপোতে এই বিশেষ সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান করা হবে। 

বিআরটিসির সিদ্ধান্ত অনুযায়ী, ঈদ উপলক্ষ্যে বিআরটিসির ঈদ স্পেশাল সার্ভিস গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে। চলবে আগামী ১৪ জুন পর্যন্ত। তবে এই সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে আজ।

ঈদুল আজহায় নিয়মিত বাস রুটের বাইরে প্রায় ৬৫০টি বাস ‘ঈদ স্পেশাল সার্ভিস’ চলাচল করবে। এর আগে গত ২৪ মে থেকে বিআরটিসির সংশ্লিষ্ট ডিপো থেকে অগ্রিম টিকিট বিক্রয় শুরু হয়।

বিআরটিসির গণজনসংযোগ শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের বিভিন্ন জেলা শহরে যাত্রীদের নিরাপদ ও সাশ্রয়ী যাত্রা নিশ্চিত করতেই এই বিশেষ সার্ভিস চালু করা হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারো ঈদ মৌসুমে অতিরিক্ত যাত্রী চাহিদা মেটাতে বিআরটিসি পরিবহন বহরে যুক্ত করা হয়েছে বাড়তি বাস।

এদিকে, বিআরটিসির নতুন চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা এই বিশেষ সেবার আওতায় থাকা সব গাড়ি নির্ধারিত সময়ে ছেড়ে যাওয়ার তাগিদ দিয়েছেন। পাশাপাশি গাড়িতে অতিরিক্ত যাত্রী পরিবহন না করা এবং অতিরিক্ত ভাড়া না নেওয়ার ব্যাপারে সতর্ক করেছেন।

Wordbridge School
Link copied!