• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সাভারে স্ত্রীর সামনে স্বামীকে কুপিয়ে হত্যা


সাভার (ঢাকা) প্রতিনিধি জুন ৭, ২০২৫, ০৯:৪০ এএম
সাভারে স্ত্রীর সামনে স্বামীকে কুপিয়ে হত্যা

ফাইল ছবি

সাভার: ঢাকার সাভারে স্ত্রীর সামনে রুবেল মিয়া নামে একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। খবর পেয়ে নিহতের মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৬ জুন) রাত ১০টার দিকে সাভারের চৌরঙ্গী মার্কেটের পেছনে মুরগি পট্টিতে এই ঘটনা ঘটে।

নিহত রুবেল মিয়ার স্ত্রী ইশা জানান, তিনিসহ তার স্বামী রুবেল মিয়া চৌরঙ্গী মার্কেটের পেছনে মুরগি পট্টিতে ঈদের দিনে রোস্ট রান্নার জন্য মুরগি কিনতে যান। এ সময় তাদের পূর্বপরিচিত বাশার ও ওয়াইদুল নামে দুই যুবক তার সাথে কথা বলার চেষ্টা করেন এবং দাবি করেন তার স্বামীর কাছে অনেক টাকা পান। এ সময় তার স্বামী রুবেল মিয়া ওই যুবকদের সাথে কথা বলার চেষ্টা করলে তারা দেশীয় অস্ত্র দিয়ে তার স্বামীর মাথায় কোপায় এবং তার ব্যাগে থাকা ১৫ হাজার টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় রুবেল মিয়াকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এদিকে, খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ হাসপাতাল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করে।
  
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল মিয়া জানান, ঘটনায় জড়িত অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে। 

এসআই

Wordbridge School
Link copied!