• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সংসদীয় আসনের চূড়ান্ত সীমানা তালিকা প্রকাশ আজ


নিজস্ব প্রতিবেদক আগস্ট ২৭, ২০২৫, ০১:১২ পিএম
সংসদীয় আসনের চূড়ান্ত সীমানা তালিকা প্রকাশ আজ

ঢাকা: জাতীয় সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের শেষ দিন আজ বুধবার রাজধানীর‎‎ আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে চলছে শুনানি। শুনানি শেষে কমিশন চূড়ান্ত সীমানা তালিকা প্রকাশ করবে। 

বুধবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পঞ্চগড়-১, ২, রংপুর-১, কুড়িগ্রাম-৪, সিরাজগঞ্জ-২, ৫, ৬, পাবনা-১; আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত টাঙ্গাইল-৬, জামালপুর-২, কিশোরগঞ্জ-১, সিলেট-১, ফরিদপুর- ১, ৪, মাদারীপুর-২, ৩, শরীয়তপুর-২ ও ৩ আসনের শুনানি হবে।


 
ইসির তথ্য অনুযায়ী, ১০ আগস্ট পর্যন্ত মোট ৮৩টি আসনের জন্য এক হাজার ৭৬০টি দাবি ও আপত্তি জমা পড়েছিল। এসব দাবি-আপত্তি নিষ্পত্তির জন্য গত রবিবার থেকে শুনানি শুরু করা হয় এবং আজ তা শেষ হচ্ছে।

শুনানি শেষে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবেন।

উল্লেখ্য, ‎গত রোববার (২৩ আগস্ট) থেকে শুরু হয়েছে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের শুনানি। যা আজ শেষ হচ্ছে। এরপর শুনানি পর্যালোচনা করে চূড়ান্ত সীমানা তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

ইউআর

Wordbridge School
Link copied!