• ঢাকা
  • রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

স্থগিত হওয়া ডিইউজে ভোট ১৫ নভেম্বরের মধ্যে আয়োজনের দাবি


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২৬, ২০২৫, ০৮:৫৬ পিএম
স্থগিত হওয়া ডিইউজে ভোট ১৫ নভেম্বরের মধ্যে আয়োজনের দাবি

ছবি: সংগৃহীত

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) অনিবার্য কারণে স্থগিত হওয়া ভোট পূর্বঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৫ নভেম্বরের মধ্যে আয়োজনের দাবি জানিয়েছেন নির্বাচনে অংশগ্রহণকারী ১৬ জন প্রার্থী।

রোববার (২৬ অক্টোবর) শ্রম অধিদফতরের মহাপরিচালকের কাছে এ দাবিতে একটি স্মারকলিপি জমা দেন তারা।

স্মারকলিপিতে স্বাক্ষর করেন সহসভাপতি পদপ্রার্থী রফিক মুহাম্মদ, সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী ইকবাল মজুমদার তৌহিদ ও ডিএম আমিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক পদপ্রার্থী খন্দকার আলমগীর হোসাইন ও ফারুক আহমেদ সুজন, জনকল্যাণ সম্পাদক প্রার্থী ইসরাফিল ফরাজী, প্রচার সম্পাদক প্রার্থী মো. শিমুল হাসান এবং নির্বাহী সদস্য পদপ্রার্থী কেফায়েত শাকিল, মো. বাকি বিল্লাহ, ফখরুল ইসলাম, মো. জহির আলম সিকদার, মো. ইসমাইল হোসেন বাবু, মো. মজিবুর রহমান সরকার, জাহিদুর রহমান, মুজাহিদুল ইসলাম ও শেখ মোহাম্মদ তাজুল ইসলাম।

স্মারকলিপিতে বলা হয়, প্রতিষ্ঠার পর থেকে ঢাকা সাংবাদিক ইউনিয়ন সাংবাদিকদের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। গত ১৬ বছরে ফ্যাসিবাদ সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে সংগঠনের নিয়মিত কার্যক্রম চালিয়ে গেছেন সদস্যরা। চব্বিশের অভ্যুত্থানে ডিইউজে সদস্যরা সরাসরি ফ্যাসিবাদের বিপক্ষে অবস্থান নিয়ে সংগঠনটিকে মুক্ত করেছেন।

স্মারকলিপিতে আরও বলা হয়, ডিইউজের সদস্যদের প্রাণের দাবি একটি নির্ধারিত সময়ের নির্বাচন। তফসিল অনুযায়ী ২২ সেপ্টেম্বর দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন-২০২৫-এর তফসিল ঘোষণা করা হয়। প্রার্থীরা ২৩ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে মনোনয়নপত্র জমা দেন। শ্রম অধিদফতনের প্রতিনিধিদের উপস্থিতিতে মনোনয়নপত্র বাক্স বন্ধ করা হলেও রাত ৮টার দিকে ‘অনিবার্য কারণ’ দেখিয়ে অবৈধভাবে নির্বাচন স্থগিত করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান।

প্রার্থীদের অভিযোগ, গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন স্থগিতের ক্ষমতা নির্বাচন কমিটির নয়; কেবল নির্বাহী পরিষদই তা করতে পারে। কিন্তু কোনো প্রার্থী, নির্বাচন কমিশনের সদস্য বা নির্বাচনে অংশগ্রহণকারী ৮৫ জন প্রার্থীর সঙ্গে আলোচনা না করেই রাতের আঁধারে ফ্যাসিবাদী কায়দায় নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ অবস্থায় ডিইউজের ২ হাজার ২৭০ জন সদস্যের ভোটাধিকার রক্ষায় পূর্বঘোষিত তফসিল অনুযায়ী দ্রুত নির্বাচন আয়োজনের অনুরোধ জানানো হয়েছে স্মারকলিপিতে।

এসএইচ

Wordbridge School
Link copied!