• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আ.লীগের হুমকিতে দেশের সব বিমানবন্দরে সতর্কতা জারি


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১১, ২০২৫, ০৮:২২ পিএম
আ.লীগের হুমকিতে দেশের সব বিমানবন্দরে সতর্কতা জারি

ফাইল ছবি

কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘিরে শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। 

মঙ্গলবার (১১ নভেম্বর) বেবিচকের সদর দপ্তর থেকে এ সংক্রান্ত চিঠি বিমানবন্দরগুলোতে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সব বিমানবন্দরে সার্বক্ষণিক সিসিটিভি নজরদারি নিশ্চিত করতে হবে। এছাড়া বিমানবন্দর এলাকায় টহল ও মনিটরিং ব্যবস্থা জোরদার করতে হবে এবং সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুতি রাখতে হবে। সর্বোচ্চ সংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে এবং জরুরি অবস্থায় দ্রুত সাড়া দেওয়ার জন্য ফায়ার সার্ভেইল্যান্স কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ বলেন, “যাত্রীদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। জনস্বার্থে সবাইকে সচেতন থাকার পাশাপাশি সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।”

প্রসঙ্গত, আগামী বৃহস্পতিবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি। ইতোমধ্যে যানবাহনে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনার প্রেক্ষিতে আইনশৃঙ্খলাবাহিনী ব্যাপক প্রস্তুতি নিয়েছে।

এসএইচ 

Wordbridge School
Link copied!