• ঢাকা
  • রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নির্বাচনের ৯ দিন মাঠে কঠোর তৎপর থাকবে আইন-শৃঙ্খলা বাহিনী


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৫, ২০২৫, ০৫:৫৩ পিএম
নির্বাচনের ৯ দিন মাঠে কঠোর তৎপর থাকবে আইন-শৃঙ্খলা বাহিনী

ছবি: সংগৃহীত

নির্বাচনের ৯ দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে কঠোর তৎপর থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে পটুয়াখালী সার্কিট হাউসের সামনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, নির্বাচনের আগে পাঁচ দিন, নির্বাচনের দিন এবং পরবর্তী আরও তিন দিন মিলিয়ে মোট নয় দিন নিরাপত্তা বাহিনী মাঠে কাজ করবে। এই সময় বড় ধরনের নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হবে। বর্তমানে মাঠে প্রায় ৩০ হাজার সেনাসদস্য থাকলেও নির্বাচনের সময়ে তা বাড়িয়ে ১ লাখ করা হবে। পাশাপাশি ১ লাখ ৫০ হাজার পুলিশ, ৩৫ হাজার বিজিবি সদস্য, ৫ হাজার নৌবাহিনী, ৪ হাজার কোস্টগার্ড, ৮ হাজার র‍্যাব এবং সাড়ে ৫ লাখ আনসার দায়িত্ব পালন করবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের নিরাপত্তা নিয়ে সন্দেহের কোনো সুযোগ নেই। সবকিছু খুবই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।

পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলে তিনি পুলিশ লাইন্স ও কোস্টগার্ড স্টেশন পরিদর্শনে রওনা দেন। এরপর কুয়াকাটায় নৌপুলিশ ও ট্যুরিস্ট পুলিশ ক্যাম্প ঘুরে দেখবেন। সেখানেই রাত্রিযাপন শেষে আগামীকাল সকালে বরিশাল গিয়ে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

এসএইচ 

Wordbridge School
Link copied!