• ঢাকা
  • শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

হাদিকে গুলি করা সন্দেহভাজনের ছবি প্রকাশ, তথ্য চাইলো পুলিশ


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১৩, ২০২৫, ০৩:৪২ পিএম
হাদিকে গুলি করা সন্দেহভাজনের ছবি প্রকাশ, তথ্য চাইলো পুলিশ

ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদির ওপর হামলাকারী সন্দেহভাজন ব্যক্তির বিষয়ে তথ্য দিতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। 

শনিবার (১৩ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, হামলাকারীকে শনাক্ত করে গ্রেপ্তারে রাজধানীজুড়ে জোর অভিযান চালানো হচ্ছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের হামলায় ওসমান হাদি গুরুতর আহত হন। ঘটনার পরপরই ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে এবং হামলাকারীদের ধরতে একাধিক টিম মাঠে নামানো হয়েছে।

ডিএমপি জানায়, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলার সঙ্গে জড়িত একজন ব্যক্তিকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। ওই ব্যক্তিকে খুঁজে বের করতে পুলিশ তৎপরতা জোরদার করেছে। সন্দেহভাজন ব্যক্তির বিষয়ে কারও কাছে কোনো তথ্য থাকলে তা দ্রুত পুলিশকে জানানোর অনুরোধ জানানো হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, তথ্য দিতে ইচ্ছুক কেউ চাইলে ডিসি মতিঝিলের ০১৩২০০৪০০৮০ অথবা ওসি পল্টনের ০১৩২০০৪০১৩২ নম্বরে যোগাযোগ করতে পারেন। জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরেও তথ্য দেওয়া যাবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং গুরুত্বপূর্ণ তথ্য দিলে তাকে উপযুক্ত পুরস্কৃত করা হবে। হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছে ঢাকা মহানগর পুলিশ।

এসএইচ 

Wordbridge School
Link copied!