• ঢাকা
  • শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৫ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে হাদির মরদেহ


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ২০, ২০২৫, ১০:১৯ এএম
ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে হাদির মরদেহ

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে কঠোর নিরাপত্তার মধ্যে মরদেহটি সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে নেওয়া হয়। এ সময় সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যদের পাশাপাশি হাদির পরিবারের সদস্য, সহযোদ্ধা ও সহকর্মীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ময়নাতদন্ত শেষে বেলা সাড়ে ১১টার দিকে হাদির মরদেহ গোসল করানো হবে। এরপর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মরদেহ নেওয়া হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। সেখানে দুপুর ২টায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জানাজা উপলক্ষে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, অংশগ্রহণকারীদের নিরাপত্তার স্বার্থে কেউ যেন কোনো ব্যাগ বা ভারী বস্তু সঙ্গে না আনেন। একই সঙ্গে সংসদ ভবন ও আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এদিকে, শরিফ ওসমান হাদির মৃত্যুতে আজ শনিবার সারাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। এ উপলক্ষে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

উল্লেখ্য, শরিফ ওসমান হাদি ছিলেন ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের অন্যতম মুখপাত্র এবং ইনকিলাব মঞ্চের নেতা। আসন্ন জাতীয় নির্বাচনে তিনি ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন।

গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট এলাকায় নির্বাচনী প্রচারণার সময় চলন্ত মোটরসাইকেল থেকে ছোড়া গুলিতে তিনি গুরুতর আহত হন। পরে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং এরপর পরিবারের সিদ্ধান্তে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে গত ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান। শুক্রবার তার মরদেহ দেশে আনা হয়।

এম

Wordbridge School
Link copied!