• ঢাকা
  • শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৫ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ডিসেম্বর ২০, ২০২৫, ০৯:২২ এএম
বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি  গোপন তথ্যের ভিত্তিতে আজ ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখ রাত ০৯ টার সময় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে বিপুর পরিমান ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করে।

শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের ঠুঠাপাড়া গ্রামে ৫৩ বিজিবি'র অধীনস্থ মাসুদপুর বিওপি'র ০১টি বিশেষ টহল দল অভিযান চালিয়ে ০৪টি বস্তায় ৩৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় চকোপ্লাস সিরাপ জব্দ করে, যার মোট বাজার মূল্য আনুমানিক ০২ লক্ষ টাকা। জব্দকৃত নেশাজাতীয় সিরাপ শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে। গত ২৪ ঘন্টায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি কর্তৃক মোট ৮১২ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়। 

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)এর অধিনায়ক  লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান পিএসসিএ বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন।

এম

Wordbridge School
Link copied!