• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

‘বাংলাদেশিদের ভিসা প্রক্রিয়া আরও সহজ হচ্ছে’


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১, ২০১৬, ০৩:৪১ পিএম
‘বাংলাদেশিদের ভিসা প্রক্রিয়া আরও সহজ হচ্ছে’

ভারতে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশিদের ভিসা দেওয়ার প্রক্রিয়া আরও সহজ করা হচ্ছে জানিয়ে ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, বাংলাদেশিদের জন্য দীর্ঘমেয়াদি ভিসা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নভোএয়ারের ঢাকা-কলকাতা ফ্লাইট উদ্বোধন অনুষ্ঠানে এসব তথ্য জানান তিনি।

ভারতের হাইকমিশনার বলেন, 'বাংলাদেশ ভারতের বাণিজ্যিক সম্পর্ক গুরুত্বপূর্ণ। দুদেশের সম্পর্কও অনেক দৃঢ়। বাংলাদেশি অনেকেই ভিসার জন্য আবেদন করেন। আমরা ভিসা প্রক্রিয়া সহজ করার চেষ্টা করছি যাতে বাংলাদেশিরা সহজে ভারত যেতে পারেন। আমরা ৬ মাস, এক বছরের জন্য দীর্ঘমেয়াদি ভিসা দেওয়ার উদ্যোগ নিচ্ছি।

শিক্ষার্থী ও ৬৫ বছরের বেশি বয়সীদের এক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান তিনি।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!