• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

‘সিলেটের অভিজ্ঞতায় আরও সচেতন হয়েছি’


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১, ২০১৭, ০১:২৫ পিএম
‘সিলেটের অভিজ্ঞতায় আরও সচেতন হয়েছি’

ফাইল ছবি

ঢাকা: জঙ্গি নিয়ে দেশবাসীকে শঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক একেএম শহিদুল হক। তিনি বলেন, আমরা নিরাপত্তা জোরদার করেছি। সিলেটের ঘটনার পর আমরা আরও সতর্ক হওয়ার আহ্বান জানাচ্ছি।

শনিবার (১ এপ্রিল) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আইপিইউ সম্মেলনের নিরাপাত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে আইজিপি একথা বলেন।

এসময় তিনি সিলেটের অভিজ্ঞতা থেকে আইনশৃঙ্খলা আরো বেশি সচেতন হয়েছে বলে মন্তব্য করেন।

জঙ্গিদের বিষয়ে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে আইজিপি বলেন, জঙ্গিরা সাধারণত যেসব বাসা ভাড়া নেন সেখানে খুব বেশি ফার্নিচার নেন না। টেলিভিশন থাকে না এবং প্রতিবেশীর সঙ্গে যোগাযোগও থাকে না। দরজা জানালা সব সময় বন্ধ থাকে। এ ব্যাপারগুলো নিয়ে সবাইকে সচেতন থাকবেন। এ ধরনের কিছু পেলে সংশ্লিষ্ট থানায় জানানো আহ্বান জানিয়েছেন।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!