• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

কারিগরি শিক্ষায় কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে: আমু


ঝালকাঠি প্রতিনিধি জানুয়ারি ১৪, ২০১৮, ১০:৩১ এএম
কারিগরি শিক্ষায় কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে: আমু

ফাইল ছবি

ঝালকাঠি: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, কারিগরি শিক্ষার মাধ্যমে দেশে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। দেশের পাশাপাশ বিশ্ব বাজারেও এমন শিক্ষিত তরুণদের চাহিদা রয়েছে। 

শনিবার (১৩ জানুয়ারি) বিকেলে নলছিটির চায়না মাঠে উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

পায়রা বন্দর দক্ষিণের লোকজনের ভাগ্য খুলে দেবে উল্লেখ করে আমু বলেন, চট্টগ্রাম ও মংলা নৌ বন্দরের তুলনায় পায়রা বন্দর সমৃদ্ধ হবে। খুলে যাবে এ অঞ্চলের মানুষের ভাগ্যের দরজা। আর সেখানে অনেক কর্মসংস্থান হবে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহম্মদ আশ্রাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য করেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সম্পাদক অ্যাডভোকেট মোহম্মদ ইউনুস লস্কর প্রমুখ ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোহম্মদ জলিলুর রহমান আকন্দ ও প্রভাষক আমির হোসেন ।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!