• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

চুক্তির ক্ষেত্রে দেশের স্বার্থ রক্ষার আহ্বান


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১৩, ২০১৬, ০৮:৪৯ পিএম
চুক্তির ক্ষেত্রে দেশের স্বার্থ রক্ষার আহ্বান

ঢাকা: চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ঢাকা সফরকে স্বাগত জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সেই সঙ্গে এই সফরের সময় চুক্তি করার ক্ষেত্রে দুই দেশের স্বার্থ রক্ষার আহ্বান জানান। বৃহস্পতিবার দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর একটি রেস্তোরাঁয় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

চীন-বাংলাদেশ সম্ভাব্য চুক্তি স্বাক্ষর বিষয়ে গয়েশ্বর চন্দ্র রায় সরকারকে উদ্দেশ করে বলেন, ‘অন্যের লাভ দেখতে গিয়ে যেন আমার ঘাড়ে চাপ না পড়ে।’ 

চীনের প্রেসিডেন্টের সফরের মাধ্যমে তারা ভালো কিছুর আশা করছেন জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘বাংলাদেশের তুলনায় বিশ্বের অন্যদেশ তাদের স্বার্থটা অনেক বেশি বোঝে। বাংলাদেশ ও চীনের স্বার্থ যাতে রক্ষা পায়, সেভাবে চুক্তি করতে হবে।’

কী চুক্তি হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলে গয়েশ্বর চন্দ্র বলেন, ‘আমরা আশা করবো ভালো কিছু হবে। বড় আকারের প্রকল্পের অর্থ হলো যারা এর সঙ্গে জড়িত থাকবেন, তাদের লাভ বাড়বে। দেশের মানুষের কী হবে তা জানি না। তবে একদিন যে আমাদের ঋণের বোঝা বাড়বে তাতে সন্দেহ নেই।’ 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু প্রমুখ।

প্রসঙ্গত, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুই দিনের সফরে শুক্রবার (১৪ অক্টোবর) ঢাকা পৌঁছবেন। এ উপলক্ষ্যে ঢাকা সেজেছে বর্ণাঢ্য সাজে।

সোনালীনিউজ/এমএন

Wordbridge School
Link copied!