• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নিবন্ধন ফিরে পাওয়ার পর যা বললেন জামায়াত আমির


নিজস্ব প্রতিবেদক জুন ১, ২০২৫, ১২:২৪ পিএম
নিবন্ধন ফিরে পাওয়ার পর যা বললেন জামায়াত আমির

ফাইল ছবি

ঢাকা: রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বাতিল ঘোষণা করেছেন আপিল বিভাগ। এর মাধ্যমে নিবন্ধন ফিরে পেলো দলটি। রায়ের পরে ফেসবুকে পোস্ট করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে রায় প্রকাশের পর তিনি প্রতিক্রিয়া জানান।

স্টাট্যাসে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লিখেন, আলহামদুলিল্লাহ! বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন সংক্রান্ত হাইকোর্টের দেওয়া ন্যায়ভ্রষ্ট রায় আজ প্রধান বিচারপতির নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ বাতিল ঘোষণা করেছে।

তিনি আরও লিখেন, ‘মহান রবের দরবারে নতশিরে শুকরিয়া আদায় করি- আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রক্রিয়া নির্বাচন কমিশনের সঙ্গে সম্পৃক্ত। মহান রবের সাহায্য চাই- আমরা যেন দ্রুতই আমাদের পূর্ণ অধিকার ফিরে পাই। আমিন।’

পরবর্তীতে তিনি আরও একটি পোস্ট করেন সেখানে লিখেন, আবারও প্রিয় সহকর্মীদের প্রতি আহ্বান- আসুন, উচ্ছ্বাস নয়, মিছিল নয়, স্লোগান নয়। নতশিরে রাব্বুল ইজ্জতের শুকরিয়া আদায় করি, তার পবিত্রতা ঘোষণা করি এবং তাঁর নামে তাকবির পেশ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগাগোড়া তাঁর করুণা-সিক্ত করে রাখুন। আমিন।

এসআই

Wordbridge School
Link copied!