আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া শেখ হাসিনার ফাঁসির রায়কে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ‘ভূরিভোজ’ আয়োজনের ঘোষণা দিয়েছেন ডাকসুর সাবেক ভিপি প্রার্থী এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বর্তমান জাতীয় ছাত্র শক্তি) সাবেক আহ্বায়ক আব্দুল কাদের। এই আয়োজনের জন্য তিনি বিকাশ ও নগদে আর্থিক সহায়তা চাইছেন।
সোমবার (১৭ নভেম্বর) রাত ১১টার দিকে ‘ডিইউ মিডিয়া আপডেট’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে তিনি এ বিষয়ে বার্তা পাঠান।
বার্তায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সক্রিয় সব ছাত্র সংগঠন—ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ, ছাত্রশক্তি, ছাত্র ইউনিয়ন, বিপ্লবী ছাত্র মৈত্রী, ছাত্র ফ্রন্ট, ছাত্র ফেডারেশনসহ অন্য সংগঠনগুলোকে ‘দুর্দিনের সঙ্গী’ হিসেবে উল্লেখ করেন এবং তাদের সঙ্গে নিয়ে যৌথভাবে আয়োজনটি করার আহ্বান জানান।
কাদের লিখেছেন, “জুলাইয়ের আন্দোলন ও তার আগের দিনগুলোতে আমরা যেভাবে ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারের বিরুদ্ধে লড়েছি, ঠিক সেভাবেই সবাইকে উপস্থিত হয়ে এবং আর্থিকভাবে সহায়তা করে এই আয়োজনকে সফল করার অনুরোধ জানাচ্ছি।”
তিনি আরও দাবি করেন, ইতোমধ্যে বিভিন্ন পক্ষ থেকে আর্থিক সহায়তার আগ্রহ জানানো হয়েছে। যারা সহযোগিতা করতে ইচ্ছুক, তাদের মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ পাঠানোর অনুরোধও জানান তিনি।
এ বিষয়ে যোগাযোগ করলে আব্দুল কাদের বলেন, বিকাশ-নগদে সহায়তা চাওয়ার বিষয়টি সত্য। তার দাবি, “অনেকে ইতোমধ্যে সাহায্য করতে আগ্রহ প্রকাশ করেছেন।”
এম







































