• ঢাকা
  • রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

যে প্রতীকে লড়তে চান তাসনিম জারা


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১০, ২০২৬, ০২:২৮ পিএম
যে প্রতীকে লড়তে চান তাসনিম জারা

ছবি : সংগৃহীত

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফুটবল প্রতীক নিয়ে ভোটের মাঠে লড়তে চান ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা।

শনিবার (১০ জানুয়ারি) নির্বাচন কমিশনে আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পাওয়ার পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

প্রার্থিতা ফিরে পাওয়ার পর তিনি বলেন, নির্বাচন কমিশনে আপিল মঞ্জুর হয়েছে। দেশে-বিদেশে সকলে দোয়া করেছেন। এজন্য সকলকে ধন্যবাদ। নির্বাচন কমিশনকেও ধন্যবাদ। আমরা এখন ফুটবল প্রতীক চেয়ে আবেদন করবো।

এর আগে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এক শতাংশ ভোটারের সমর্থনে গড়বড় থাকার অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।

আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

পিএস

Wordbridge School
Link copied!