• ঢাকা
  • রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষে নিহত ১


চট্টগ্রাম প্রতিনিধি জানুয়ারি ১০, ২০২৬, ০৭:১৮ পিএম
রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষে নিহত ১

ছবি : প্রতিনিধি

চট্টগ্রাম: কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গুলিবিদ্ধের ঘটনা ঘটেছে। এতে নুর কামাল (২৫) নামের এক রোহিঙ্গা নিহত হয়েছেন।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়েছে। নুর কামাল একই ক্যাম্পের বাসিন্দা এবং আবুল কালামের ছেলে।

পুলিশ জানায়, সংঘর্ষ শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া ২৬ নম্বর নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের আই-ব্লকে ঘটেছে। ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ কাউছার সিকদার জানিয়েছেন, নুর কামাল ও খালেক গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আধিপত্য বিস্তারের জেরে মধ্যরাতে দুইপক্ষের মধ্যে গুলিবিন্যাস ও সংঘর্ষ বাধে।

ঘটনাস্থল থেকে স্থানীয়রা আহত নুর কামালকে ক্যাম্পস্থ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এপিবিএন জানায়, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের অভিযান চালানো হচ্ছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ক্যাম্পের মাঝি আবুল কালাম বলেন, রাতে গুলির আওয়াজে ব্লকে আতঙ্ক সৃষ্টি হয়েছে। তারা শান্তিতে থাকতে চায় এবং সন্ত্রাসী কার্যক্রম বন্ধে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ আশা করছেন।

পিএম

Wordbridge School
Link copied!