• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

রাষ্ট্রপতির সিদ্ধান্তের অপেক্ষায় বিএনপি


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৪, ২০১৭, ০৯:৫০ পিএম
রাষ্ট্রপতির সিদ্ধান্তের অপেক্ষায় বিএনপি

ঢাকা: নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাষ্ট্রপতির সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বিএনপি। এমন তথ্য জানালেন দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (৪ জানুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে যুব-জাগপা আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।

‘মুক্তি আসে কোন পথে- সংগ্রাম ও রাজপথে’ শীর্ষক ওই সভায় আমীর খসরু বলেন, ‘দেশের বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে বিএনপি উন্মুক্ত আলোচনার পথ খুলে দিয়েছে। এই সংকট আলোচনা ও সংলাপের মধ্য দিয়েই সমাধান করতে হবে। অন্যথায় রাজনীতি উগ্রবাদীদের হাতে চলে যাবে। আর এটা দেশ ও রাজনীতিবিদদের জন্য খারাপ। ক্ষমতাসীন আওয়ামী লীগকে সেটার দায়ভার নিতে হবে।’

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের এই সদস্য বলেন, ‘বিএনপি পজিটিভ রাজনীতিতে বিশ্বাস করে। অন্যদিকে আওয়ামী লীগ নেগেটিভ রাজনীতিতে বিশ্বাসী। এ কারণে তারা পজিটিভ রাজনীতিতে ভয় পাচ্ছে। সুতরাং আওয়ামী লীগে যারা গণতন্ত্র ও রাজনীতিতে বিশ্বাস করেন, তারা খারাপ অবস্থার মধ্যে রয়েছেন।’

৫ জানুয়ারি ঘনিয়ে এলেই আওয়ামী লীগ দুর্বল হয়ে পড়ে এমন মন্তব্য করে আমীর খসরু বলেন, ‘গণতন্ত্র হত্যা দিবসে বিএনপিকে সমাবেশ করতে দিলে লাখো মানুষ রাস্তায় নেমে আসবে। এ কারণে বিএনপিকে সমাবেশের অনুমতি দিতে তাদের এত ভয়।’

বিএনপির এই নেতা আরো বলেন, আওয়ামী লীগ বর্তমান রাজনৈতিক দল হিসেবে নয়, রাষ্ট্রীয় সন্ত্রাসী দল হিসেবে দখলের রাজনীতি করছে। নিয়মতান্ত্রিক রাজনীতি থেকে আওয়ামী লীগ সরে এসেছে।’ চেয়ারপারসন খালেদা জিয়ার ১৩ দফা প্রস্তাবেও ভীত সরকার- এমন দাবি করে আমীর খসরু বলেন, কারণ এসব প্রস্তাবনা বাস্তবায়িত হলে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। আর সুষ্ঠু নির্বাচন হলেই তারা গণতন্ত্রের কাছে পরাজিত হবে।’

নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আমীর খসরু বলেন, দেশবাসী আজ রাষ্ট্রপতির দিকে তাকিয়ে আছেন, তার কাছ থেকে ভালো কিছু পাওয়ার জন্য। এ সময় দেশের রাজনৈতিক সংকট মোকাবিলায় জাতীয় ঐক্য গড়ার আহ্বান জানান বিএনপির এ সিনিয়র নেতা।

জাতীয় গণতান্ত্রিক পার্টির অঙ্গসংগঠন যুব-জাগপা আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফাইজুর রহমান। এতে জাগপার কেন্দ্রীয় সহসভাপতি অধ্যাপিকা রেহেনা প্রধান, সহসভাপতি আবু মোজাফফর, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, জাগপা ছাত্রলীগের সভাপতি সাইফুল আলম প্রমুখ বক্তব্য দেন।

সোনালীনিউজ/এমএন

Wordbridge School
Link copied!