• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

রক্ত নিতে ঢাকায় এসেছিল শিশুটি, বাস কেড়ে নিল প্রাণ


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২, ২০২৩, ০৪:১৯ পিএম
রক্ত নিতে ঢাকায় এসেছিল শিশুটি, বাস কেড়ে নিল প্রাণ

ঢাকা : রাজধানীতে মায়ের সামনেই বাসের চাপায় মৃত্যু হয়েছে থ্যালাসেমিয়ায় আক্রান্ত পাঁচ বছর বয়সী এক শিশুর। 

সোমবার (২ জানুয়ারি) সকালে ঢাকার যাত্রাবাড়ির কাজলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

মোহাম্মদ আরাফাত নামের শিশুটি থ্যালাসেমিয়ায় আক্রান্ত হওয়ায় গত দুই বছর ধরে প্রতিমাসে তাকে রক্ত দিতে হয়। রক্ত নেওয়ার জন্যই মা আইরিন বেগমের সঙ্গে মুন্সীগঞ্জ থেকে ঢাকায় এসেছিল সে।

আরাফাতের বাবা শরিফ হোসেন ধোলাইখালে একটি দোকানে চাকরি করেন। তবে তার পরিবার মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলা চরবাউশিয়া বড়কান্দিতে গ্রামের বাড়িতে থাকে।

যাত্রাবাড়ীর থানার এসআই আক্তার হোসেন জানান, আরাফাতের বাবা ছেলে ও স্ত্রীর জন্য গুলিস্তানে অপেক্ষা করছিলের। তাকে নিয়ে শান্তিনগরে থ্যালাসেমিয়া ফাউন্ডেশনে যাওয়ার কথা ছিল আরাফাত ও তার মায়ের।

মুন্সীগঞ্জ থেকে এসে বাস থেকে নামার পর কাজলার কাছে টোল প্লাজার সামনে দিয়ে যাওয়ার সময় একটি বাসের চাপায় আরাফাত গুরুতর আহত হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বেলা ১১টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 বাসটি জব্দ করে এর চালককে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!