• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

প্রশ্ন ফাঁসে অভিযোগে ছাত্র-শিক্ষিকার কারাদণ্ড


নিউজ ডেস্ক এপ্রিল ১২, ২০১৭, ০৪:৫৩ পিএম
প্রশ্ন ফাঁসে অভিযোগে ছাত্র-শিক্ষিকার কারাদণ্ড

ঢাকা: প্রশ্ন ফাঁসের অভিযোগে রাজধানীর লালমাটিয়ায় সিফাত জেসমিন নূর নামের এক শিক্ষিকা ও ছাত্রকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ওই মেহেদী হাসান। তাদের দু'জনকেই দুই বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত সিফাত জেসমিন নূর রাজধানীর একটি কলেজের উদ্ভিদবিজ্ঞানের শিক্ষক। আর মেহেদী হাসান রাজধানীর তেজগাঁও কলেজের শিক্ষার্থী। লালমাটিয়া কলেজ কেন্দ্রে কর্তব্যরত ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, বুধবার সকাল ১০টা থেকে লালমাটিয়া মহিলা কলেজ কেন্দ্রে উদ্ভিদবিজ্ঞান বিষয়ের উচ্চমাধ্যমিক পরীক্ষা চলছিল। এসময় পরীক্ষাকেন্দ্র সংলগ্ন কুটুমবাড়ি রেস্তোরাঁ থেকে সিফাত জেসমিন নূর ও মেহেদী হাসানকে আটক করে সাদা পোশাকের পুলিশ।

এসময় ফাঁস হওয়া প্রশ্ন মোবাইল ফোনের ফেসবুকে সমাধান করছিলেন তারা। মেহেদী হাসানের মোবাইল থেকে ‘আর জে রাহাত’ নামের এক আইডি পাওয়া যায়। সেখানে ফেসবুকে পোস্টের বিষয়টি বের হয়ে আসে। 

সোনালীনিউজ ডটকম/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!