• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

শবেকদরে পড়ার দোয়া


ধর্মচিন্তা ডেস্ক এপ্রিল ৬, ২০২৪, ০৩:৪৪ পিএম
শবেকদরে পড়ার দোয়া

ঢাকা : মর্যাদার রাত লাইলাতুল কদর। যে রাতটি হাজার মাসের চেয়েও উত্তম। এ রাতে মহান আল্লাহ বান্দার মুক্তির জন্য নাজিল করেছেন কোরআনুল কারিম। এ রাতের উপস্থিতি কেউ জানতে পারলে তাকে নবীজি (স.) বিশেষ দোয়া পড়তে বলেছেন।

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারিম, তুহিব্বুল আফওয়া, ফাফু আন্নি।

অনুবাদ: হে আল্লাহ! তুমি সম্মানিত ক্ষমাকারী, তুমি ক্ষমা করতেই পছন্দ করো, অতএব, আমাকে ক্ষমা করে দাও।

উপকার: আয়েশা (রা.) বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসুল! যদি আমি ‘লাইলাতুল কদর’ জানতে পারি তাহলে সে রাতে কী বলব? তখন তিনি তাঁকে এই দোয়া শিক্ষা দেন। (তিরমিজি, হাদিস : ৩৫১৩)

এমটিআই

Wordbridge School
Link copied!