• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বগুড়ায় স্বরস্বতী পুজা শুরু


নাহিদ আল মালেক, বগুড়া ফেব্রুয়ারি ১০, ২০১৯, ০১:৫৭ পিএম
বগুড়ায় স্বরস্বতী পুজা শুরু

বগুড়া: সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব বিদ্যার দেবী স্বরস্বতী পুজা। বগুড়ার ১২টি উপজেলায় প্রায় ৫ শতাধিক মন্ডপে এ বছর আয়োজন করা হয়েছে এই পুজার।

বাণী অর্চনা ও নানা আয়োজন দিয়ে বিদ্যা, বাণী ও সুরের দেবী সরস্বতীর পূজা শুরু হয়েছে। ধর্মীয় বিধান অনুসারে সাদা রাজহাঁসে চড়ে বিদ্যা ও সুরের দেবী সরস্বতী পৃথিবীতে আসেন।

হিন্দু সম্প্রদায়ের অন্যতম এই ধর্মীয় উৎসবে পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন অগণিত ভক্ত। সনাতন ধর্মালম্বীদের মতে দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী।

রোববার (১০ ফেব্রুয়ারী) সকাল থেকেই মন্ডপে মন্ডপে দেখা গেছে শিশু থেকে শুরু করে কিশোর কিশোরী সহ নারী পুরুষদের ভীড়। বিশেষ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা বিদ্যার দেবীর আরাধনায় ব্যস্ত। পুজা চলবে আরো দুই দিন বলে পুজা উদযাপন পরিষদ সুত্রে জানা গেছে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!