• ঢাকা
  • বুধবার, ২৯ মে, ২০২৪, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১

২ কেজি পাথর নিয়ে পৃথিবীর পথে চীনা চন্দ্রযান 


নিউজ ডেস্ক ডিসেম্বর ১৪, ২০২০, ০৫:০৭ পিএম
২ কেজি পাথর নিয়ে পৃথিবীর পথে চীনা চন্দ্রযান 

ফাইল ছবি

ঢাকা: চাঁদ থেকে দুই কেজি পাথর নিয়ে পৃথিবীর পথে রওনা হয়েছে চীনের চন্দ্রযান চ্যাংই-৫। ১৯৭৬ সালে সোভিয়েত ইউনিয়নের পর এবারই প্রথম চাঁদ থেকে পৃথিবীতে পাথর আনা হচ্ছে।

চীনের জাতীয় মহাকাশ প্রশাসন সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানায়, চ্যাংই- ৫ ক্যাপসুল চাঁদ থেকে পৃথিবীর পথে তিন দিনের যাত্রা শুরু করেছে। চাঁদের কক্ষপথের বাইরে যেতে চন্দ্রযানটির ২২ মিনিটের মতো সময় লাগে। এজন্য চারটি ইঞ্জিন চালাতে হয় চন্দ্রযানটিকে।

এর আগে চলতি মাসের শুরুর দিকে চাঁদের মন্স রামকার নামক অঞ্চলে মহাকাশযানটি অবতরণ করে। প্রাচীনকালে অঞ্চলটিতে আগ্নেয়গিরি ছিল বলে ধারণা করা হয়। 

সূত্র-আলজাজিরা

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!