• ঢাকা
  • রবিবার, ২২ জুন, ২০২৫, ৮ আষাঢ় ১৪৩২

সবচেয়ে বেশি ইন্টারনেট ব্যবহারে বিশ্বে ১৫তম বাংলাদেশ


বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক জুন ১, ২০২৫, ০৫:৪৮ পিএম
সবচেয়ে বেশি ইন্টারনেট ব্যবহারে বিশ্বে ১৫তম বাংলাদেশ

ঢাকা: বিশ্বে জনসংখ্যার অনুপাতে বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করার তালিকায় ১৫তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। যেখানে মোট ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় সাত কোটি ৭৭ লাখ বলে জানা যায়।

সম্প্রতি বৈশ্বিক গবেষণা সংস্থা স্ট্যাটিস্টা-এর এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। 

২০২৫ সালের ফেব্রুয়ারির প্রকাশিত ‘ইন্টারনেট অ্যান্ড সোশ্যাল মিডিয়া ইউজারস ইন দ্য ওয়ার্ল্ড’ শীর্ষক প্রতিবেদনে স্ট্যাটিস্টা জানায়, বিশ্বে ইন্টারনেট ব্যবহারকারী ২৫টি দেশ নিয়ে একটি সমীক্ষা চালিয়েছে সংস্থাটি। গবেষণার অন্তর্ভুক্ত দেশগুলো হলো- ভারত, চীন, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, ব্রাজিল, রাশিয়া, পাকিস্তান, মেক্সিকো, জাপান, নাইজেরিয়া, ফিলিপাইন, মিশর, ভিয়েতনাম, জার্মানি, বাংলাদেশ, তুরস্ক, ইরান, লন্ডন, থাইল্যান্ড, ফ্রান্স, ইতালি, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া ও আর্জেন্টিনা।

প্রতিবেদনে বলা হয়, বিশ্বে ইন্টারনেট ব্যবহারকারী দেশ হিসেবে শীর্ষে রয়েছে চীন। দেশটির প্রায় ১ হাজার ১১০ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করেন। আর ৮০ কোটি ৬০ লাখ ইন্টারনেট ব্যবহারকারী নিয়ে দ্বিতীয় অবস্থানে ভারত। তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৩২ কোটি ২০ লাখ। 

চতুর্থ অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়া। দেশটির ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যা প্রায় ২১ কোটি ২০ লাখ। ১৮ কোটি ৩৮ লাখ ইন্টারনেট ব্যবহারকারী নিয়ে পঞ্চম অবস্থানে ব্রাজিল। ছয় নম্বরে থাকা রাশিয়ায় ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১৩ কোটি ৩০ লাখ। সাতে থাকা পাকিস্তানে এ সংখ্যা প্রায় ১১ কোটি ৬০ লাখ। ১১ কোটি ইন্টারনেট ব্যবহারকারী নিয়ে আটে রয়েছে মেক্সিকো। নবম অবস্থানে থাকা জাপানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১০ কোটি ৯০ লাখ। ১০ কোটি ৭০ লাখ ইন্টারনেট ব্যবহারকারী নিয়ে ১০তম অবস্থানে রয়েছে নাইজেরিয়া। ১১তম অবস্থানে থাকা ফিলিপাইনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৯ কোটি ৭৫ লাখ। 

১২তম অবস্থানে থাকা মিশরে এ সংখ্যা প্রায় ৯ কোটি ৬৩ লাখ। ১৩তম অবস্থানে রয়েছে ভিয়েতনাম। দেশটিতে ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যা প্রায় ৭ কোটি ৯৮ লাখ। ১৪তম অবস্থানে রয়েছে জার্মানি। দেশটিতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৭ কোটি ৮৯ লাখ। 

আর ১৫তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। দেশটিতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৭ কোটি ৭৭ লাখ।

যদিও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) সর্বশেষ তথ্যমতে, দেশে বর্তমানে ইন্টারনেট গ্রাহক প্রায় ১৩ কোটি ৮ লাখ ২০ হাজার। আর মোবাইল গ্রাহক রয়েছে প্রায় ১৮ কোটি ৬২ লাখ ২০ হাজার।

ইউআর

Wordbridge School
Link copied!